আন্তর্জাতিক ডেস্ক : বিমান ছাড়ার ১৫ মিনিট পর এক যাত্রীর ব্যাগে থাকা ‘স্যামসাং জে-৭’ মোবাইল থেকে ধোঁয়া বের হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার দিল্লি থেকে ইনদর রওনা হয় জেট এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। ওই বিমানে ১২০ জন যাত্রী ছিল।
বিমান ছাড়ার ১৫ মিনিট পর নিজের থাকা হাত ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখেন দিল্লির বাসিন্দা অর্পিতা ঢাল। ব্যাগটি খুলে তিনি দেখেন, তার মধ্যে থাকা একটি মোবাইল থেকে ধোঁয়া বের হচ্ছে। এর পরই আতঙ্কে চিৎকার করে ওঠেন অর্পিতা। পরে বিমান সেবিকারা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অর্পিতার স্বামী অতুল জানান, তার স্ত্রীর ব্যাগে তিনটি মোবাইল ছিল। তার মধ্যে ‘স্যামসাং জে-৭’ মোবাইল থেকে ধোঁয়া বের হয়। পরে মোবাইলটি পানির মধ্যে চোবানো হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস