সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৩:৩৭:৫৪

শান্তিপূর্ণভাবেই শেষ হলো নির্বাচন, ভোট গণনা চলছে

শান্তিপূর্ণভাবেই শেষ হলো নির্বাচন, ভোট গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন মহল থেকে ধারনা কারা হয়েছিল মিয়ানমারের জাতীয় নির্বাচনটি শান্তিপূর্ন ভাবে নাও হতে পারে কিন্ত রোববার মিয়ানমারের ঐতিহাসিক এই নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। বিকাল ৪টা পূর্যন্ত ভোট গ্রহন চলে এরপর ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হয় এবং প্রার্থী, স্থানীয় লোকজন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতেই এখনো ভোটগণনা চলছে। ইউনিয়ন ইলেকশন কমিশন জানিয়েছে, সোমবার থেকে ধাপে ধাপে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করা হবে। রোববারের নির্বাচনে মিয়ানমারে ৪৬ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে নিবন্ধিত মোট ভোটার ছিল ৩৩.৫ মিলিয়ন। ৯১টি রাজনৈতিক দলের মোট ছয় হাজার ৩৮ জন প্রার্থী এবং ৩১০ জন স্বতন্ত্র প্রার্থী সংসদের তিনটি পর্যায়ের সহস্রাধিক আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক হাজার ৭৩৩ জন প্রার্থী হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের জন্য (নিম্ন কক্ষ), ৮৮৬ জন হাউজ অব ন্যাশনালিটিজ (উচ্চ কক্ষ) এবং তিন হাজার ৪১৯ জন আঞ্চলিক ও রাজ্য সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে