আন্তর্জাতিক ডেস্ক : সরু একটা গলি। সেখান দিয়ে হেঁটে যাচ্ছে লুঙ্গি পরা একটা লোক। ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এক কলেজ ছাত্রী। তিনি লোকটির ঠিক পিছনেই হাঁটছিলেন।
তখন দুপুর গড়িয়ে ঠিক বিকাল ৩ টা বাজে। দিনের আলো থাকলেও গলিটা বেশ জনশূণ্য ছিল। মহিলা গলি ধরে কিছু দূর এগোতেই লুঙ্গি পরা লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ে।
তাকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি করার চেষ্টা করে। মহিলা চিত্কার-চেঁচামেচি জুড়ে দিতেই লোকটা দৌড়ে পালিয়ে যায়। গত ১৮ অক্টোবর ভারতের কেরালার কোঝিকোড়ের ওয়াইএমসিএ রোডের ঘটনা। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়েটি। সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি ছড়িয়ে পড়ে। তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় নানা মহলে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। প্রবল চাপের মুখে পড়ে তড়িঘড়ি তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
দু'দিন আগেই মুম্বাইয়ের নেহরু নগর থানা এলাকায় ভর সন্ধ্যাতে ব্যস্ত রাস্তায় এক কিশোরীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এক যুবক। প্রতিবাদ করায় কিশোরীকে মেরে বেহুঁশ করে দেয় সে। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে জামিনও পেয়ে যায় সে।
এমটিনিউজ/এসএস