সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:২৫:৫৬

সাইক্লোন আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কবার্তা

সাইক্লোন আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : সাইক্লোন হতে পারে এ আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হল ভারতের তামিলনাড়ুতে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী শনিবারে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের ওপরে। যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে। তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা যায়, আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। যার জেরেই ওই রাজ্যের জেলাগুলি সহ রাজধানী চেন্নাইতে উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া, বৃষ্টিপাত এবং সাইক্লোনের সতর্কবার্তা পাওয়ার পর থেকেই চেন্নাইয়ের বেশিরভাগ স্কুল-কলেজে আগে থেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই চেন্নাইয়ের আকাশ ছিল মেঘলা। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই শহরে। চেন্নাই ছাড়াও ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে কোজহিকোড জেলাতে। এছাড়া পাপানাসাম এবং উডুপি জেলার কারকালাতে বৃষ্টি হয়েছে গড়ে ৫ সেন্টিমিটার। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে