আন্তর্জাতিক ডেস্ক : এটিই বিশ্বের সবথেকে বড় সেতু। দক্ষিণ চিন সাগরের উপর তৈরি করা হয়েছে এই সেতুটি। যার দৈর্ঘ প্রায় ৩৪মাইল।
সাত বছর ধরে এই সেতু নির্মাণের কাজ চলছিল। অবশেষে, এই সেতুটির নির্মাণকার্য প্রায় শেষ হয়ে এসেছে। পিপলস ডেইলি অনলাইন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে এই সেতু নির্মাণের কাজ।
এই সেতুটি চিনের তিনটি গুরুত্বপূর্ণ শহর হংকং, ম্যাকাও এবং জুহাইকে সংযোগ করেছে। এই সেতুটি নির্মান করতে খরচ হয়েছে প্রায় ১২বিলিয়ন ইউরো।ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯২হাজার ৪৬৮কোটি টাকা।
তবে, এই সেতুটির প্রধান অংশটি তৈরির কাজ গত জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছিল। সেতু নির্মাণের পাশাপাশি চলছে সমুদ্রের নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজও। যেটিও আগামী নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই বিশেষ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫মাইল নীচে অবস্থিত।
সেতু নির্মাণ সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ সেতুটি তৈরি করতে প্রায় ৪লক্ষ ২০হাজার টন স্টিল লেগেছে। যেটি ৬০টি আইফেল টাওয়ার তৈরির সমান। এই সেতুটি তৈরি হওয়ার জন্য যাতায়াতে অনেক সুবিধা হবে। কারণ হংকং থেকে জুহাই যেতে এর আগে সময় লাগতো প্রায় তিন ঘন্টা। কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করলে সময় লাগবে মাত্র আধ ঘন্টা।
এমটিনিউজ২৪/এম.জে /এস