বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৬:৫০:৫৬

উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর পাকিস্তান : আমেরিকা

উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর পাকিস্তান : আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্র ভাণ্ডারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই সেদেশের প্রশাসনের। তাই পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর। সেদেশের অস্ত্র চুরি হয় কিংবা বিক্রিও হয়। এমন সতর্কবার্তা দিলেন উচ্চপদস্থ মার্কিন সেনেটর। দুই দেশই খুব ভয়াবহ বলে বর্ণনা করেছেন তিনি।

মার্কিন সেনেটের আর্মস কন্ট্রোল সাব কমিটির চেয়ারম্যান ছিলেন এই সেনেটর ল্যারি প্রেসলার। তার আশঙ্কা পাকিস্তানের পরমাণু অস্ত্র আমেরিকার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি জেনারেল কিংবা কর্নেলদের কাছ থেকে এইসব অস্ত্র কেউ নিতে নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানে এইসব অস্ত্র পাঠিয়ে দেওয়া কোনও ব্যাপার নয়। ঠিক যেমন মাত্র ২০-৩০ জন মিলে এক একটা সাধারণ অপারেশনে আমেরিকাকে তছনছ করে দেওয়া হয়েছিল ৯/১১-য়। তার দাবি পাকিস্তানের পরমাণু বোমার কোনও নিয়ন্ত্রণ নেই।

সেগুলি চুরিও হয়, বিক্রিও হয়। যে কোনও সময় সেসব অস্ত্র পাকিস্তানের বাইরে চলে যেতে পারে। তাই তার মতে, পাকিস্তানের উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা।

আগেই এক রিপোর্টে জানা গিয়েছিল, পাকিস্তানের 'ন'টি গোপন জায়গায় লুকনো আছে পরমাণু অস্ত্র। আর সেইসব জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, দেশ জুড়ে মোট ন'টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার।

মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিস্টেনসেন জানিয়েছেন, পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে। আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে। ঘটে যেতে পারে যে কোনও ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা।

উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত অঞ্চলে পরমাণু অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করে বলে জানা গিয়েছে। কোনও জঙ্গি সংগঠন কিংবা কোনও বিশেষ সন্ত্রাসবাদীর হাতে এই অস্ত্র রয়েছে বলেই দাবি আমেরিকার। আশঙ্কা, কোনও ভুল হাতে পড়ে গিয়েছে পরমাণু অস্ত্র।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে