শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৭:০৩:৫৫

‘পাকিস্তান না পারলে আমরা সন্ত্রাসদমন করে দেব’

‘পাকিস্তান না পারলে আমরা সন্ত্রাসদমন করে দেব’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে ফের তুলোধনা করল আমেরিকা। ওয়াশিংটনের তরফ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে তারা। অন্যভাবে সন্ত্রাসদমন করবে আমেরিকা। সেদেশের সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও বিনষ্ট করতে হবে। টিলেরসনের পাকিস্তান সফরের একদিন পরই কথাগুলি বলেন তিনি।

নয়রাট আরও জানান, পাকিস্তানকে একাধিকবার তাদের চাহিদাগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা যে বেড়ে উঠতে তার বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিতে বলা হয়েছে ইসলামাবাদকে। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।

জেনেভায় একটি কনফারেন্সে টিলেরসন জানিয়েছেন, আমেরিকা সন্ত্রাসবাদীদের তথ্য আদানপ্রদানের বিষয়ে খুব সাবলীল। পাকিস্তানেরও এমন করা উচিত। আমেরিকা কিছু দাবী করে না। পাকিস্তান প্রজাতান্ত্রিক দেশ। তারাই ঠিক করবে তাদের কী করা উচিত।

কিন্তু তার আগে এটা বুঝতে হবে কোন বিষয়টা দরকারী। আদানপ্রদান সবসময়ই উপকারী। পাকিস্তানের কোনও নেতার সঙ্গে তিনি এর আগে কখনও কথা বলেননি। তাই শ্রোতার ভূমিকা তার কাছে বেশি দরকারী। জানিয়েছেন টিলেরসন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে