বিক্রি হলো ব্রিটেনের সেই বড় বাড়িটি
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সবথেকে বড় বাড়ি বিক্রি হল ৮ মিলিয়ন ইউরো। ব্রিটেনে এটিই ব্যক্তি মালিকানাধীন সব থেকে বড় বাড়ি। হংকংয়ের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি এই বাড়িটি কিনে নিয়েছে।
দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের কাছের এই বাড়িটি নাকি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মূল বাসভবন বাকিংহ্যাম প্যালেসের থেকেও বড়। বাড়িটির নাম ‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’। ইতালীয় প্যালাডিয়ান এবং ইংলিশ বারোক স্থাপত্যে নির্মিত এই বাড়িটির অবস্থা এখন নিতান্ত জরাজীর্ণ। এটির সংস্কারেই কয়েক কোটি ডলার লেগে যাবে বলে অনুমান করা হচ্ছে। আঠারো শতকের এই বিশাল বাড়িতে রয়েছে তিনশোরও বেশি ঘর। বাড়িটির সামনের দিককার একটি হলের দৈর্ঘ্যই প্রায় দুশো মিটার।
হংকংয়ের ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে। তারা এই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করতে চায়। ১৭২৫ সালে প্রায় ৬০ একর জমির ওপর ওয়েন্টওয়ার্থ উডহাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয় তিনটি অভিজাত পরিবার এই বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। ১৯৯৯ সালে বাড়িটি কিনে নেন ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি। চলতি বছরের এপ্রিলে তার মৃত্যু হয়। তার পরিবার অনিচ্ছাসত্ত্বেও এই বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।-কলকাতা ২৪।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�