সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৬:১৮:১১

৩৫ বছর পর প্রথম ইরানি নারী রাষ্ট্রদূত

৩৫ বছর পর প্রথম ইরানি নারী রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক : ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশে নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথম দেশটি মারজিহ আফকাম নামে একজন নারী কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার এ নিয়োগের ঘোষণা দিয়েছে। ডন নিউজের এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিসেবে কাজ করা মারজেহ আফখামকে মালয়েশিয়ায় অবস্থিত দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, আফখামকে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচন করতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। অথচ তার পূর্বসূরীকে নির্বাচন করতে চার মাস সময় লেগেছিল। তেহরানে গত রবিবার ৫০ বছর বয়সী আফখামকে সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশীয় দূতাবাসে তিনি জাবের আনসারির স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিযুক্ত হয়েছিলেন। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর সরকারের উচ্চপর্যায়ে নারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মানবাধিকার সংগঠনগুলি নারী অধিকারের বিষয়ে ইরানের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সমালোচনা করে আসছে দীর্ঘদিন ধরে। তবে ২০১৩ সাল প্রেসিডেন্ট নির্বাচনের সময় বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি নারী অধিকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখ্য : এর আগে ১৯৭০ সালে মেহেরানগিজ দোলাতশাহি নামে এক নারীকে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল ইরান। সে হিসেবে ইরানের ইতিহাসে বিদেশে নিয়োগ দেয়া কূটনীতিকদের মধ্যে দ্বিতীয় হতে যাচ্ছেন মারজিহ আফকাম। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে