রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৯:৩১:৪৪

চালানো হল পরপর চারটি ক্ষেপণাস্ত্র

চালানো হল পরপর চারটি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। এই মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই চারটি ক্ষেপণাস্ত্র চালিয়েছেন। মহড়ায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমা এবং সাবমেরিন নিয়েও কথা বলেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়ায় ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রশান্ত মহাসাগর ও আর্কটিক সাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিন থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে