আন্তর্জাতিক ডেস্ক : হরিয়ানার পাঁচকুলায় সহিংসতার ঘটনায় আম্বালা জেলে বন্দি রয়েছেন ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা হানিপ্রীত।
শুক্রবার হানিপ্রীতের সঙ্গে দেখা করতে তার পরিবারের লোকজন আসেন জেলে। নিয়ম ভেঙে তাদের গাড়ি ঢুকে যায় জেল চত্বরেই। ওই গাড়ি থামানোর চেষ্টাও করা হয়নি বা গাড়ির নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষাও করা হয়নি।
গাড়িতে ছিলেন হানিপ্রীতের ভাই সাহিল তনেজা, ভাবি সোনালি, বোন নীশু ও দুলাভাই সচিন বাজাজ। হানিপ্রীতের বাড়ির লোকজন প্রায় দু ঘণ্টা জেলে ছিলেন।
উল্লেখ্য, দুই সাধ্বির সম্ভ্রমহানীর মামলায় রাম রহিমের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। রাম রহিমকে দোষী ঘোষণার দিন পাঁচকুলায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। পাঁচকুলায় ৩২ এবং সিরসায় ৬ জনের মৃত্যু হয়।
ওই ঘটনায় হিংসা ছড়ানো ও উস্কানী অভিযোগ হানিপ্রীতের নামে। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পালিয়ে যান হানিপ্রীত। একমাস পর পুলিশ তাকে গ্রেফতার করে।
এমটিনিউজ/এসএস