আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নিজেদের প্রতিরার জন্য পেণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি একই সাথে এ কথাও বলেছেন, এর মাধ্যমে ছয় জাতিগোষ্ঠীর সাথে তেহরানের যে চুক্তি হয়েছে তার লঙ্ঘন হবে না।
রোববার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পেণাস্ত্র নির্মাণ করেছি, করছি এবং তা অব্যাহত রাখব। এটি কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে না।’
এ দিকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের পথ চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান বেহরুজ কামালবান্দি। ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানো শনিবার সন্ধ্যায় তেহরানে পৌঁছার পর এ ঘোষণা দেন তিনি।
কামালবান্দি বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি যেমন পরমাণু সমঝোতার কোথাও নেই, তেমনি পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির সম্পূরক প্রটোকলেও সে রকম কোনো কথা লেখা নেই।-আলজাজিরা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস