সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৯:১৮:০৮

ভারত-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপান সামরিক জোট!

ভারত-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপান সামরিক জোট!

আন্তর্জাতিক ডেস্ক: চীনকে মোকাবেলার জন্য চলতি সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ‘চারপীয়’ জোট গঠনের প্রস্তাব প্রকাশ করার প্রোপটে ভারত জানিয়েছে, নয়াদিল্লির স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিতে ‘সমমনা দেশগুলোর’ সাথে কাজ করতে তারা প্রস্তুত।

নিক্কি এশিয়ান রিভিউতে প্রকাশিত এক সাাৎকারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বলেন, দণি চীন সাগর থেকে আফ্রিকা পর্যন্ত ভারত মহাসাগরীয় এলাকাজুড়ে মুক্ত বাণিজ্য ও প্রতিরা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়ার সাথে ‘উচ্চপর্যায়ের সংলাপের’ প্রস্তাব দেবে জাপান। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (ওবিওআর) পাল্টা পদপে এই প্রস্তাব।

শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘আমাদের স্বার্থ এবং দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে’ বিভিন্ন দেশের সাথে কাজ করার ব্যাপারে ভারত উন্মুক্ত।

তবে তিনি জোর দিয়ে বলেন, ভারত এ ব্যাপারে ‘খুব কঠোর’ নয়। রাভিশ বলেন, গত বছর এশিয়া-প্যাসিফিক প্রশ্নে রাশিয়া-ভারত-চীন সম্মেলন হয় এবং সেই সাথে ভারত মহাসাগরের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথেও বৈঠক হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে