আন্তর্জাতিক ডেস্ক: দাদাগিরি এবার জাঁকিয়ে বসল অক্সফোর্ডের ইংরেজি অভিধানেও। নতুন সংস্করণে জায়গা পেয়েছে ৭০টি নতুন ভারতীয় শব্দ, সেগুলির মধ্যেই রয়েছে দাদাগিরি।
এই শব্দগুলি এসেছে তেলুগু, তামিল, উর্দু, হিন্দি ও গুজরাতি ভাষা থেকে। আব্বা ও আন্না যেমন আছে তেমনই রয়েছে গুলাবজামুন ও বড়া। দাদাগিরি ছাড়াও রয়েছে অত্যন্ত প্রচলিত জুগাড়, আচ্ছা, বাপু ও সূর্য নমস্কার। মির্চ মসালা, কিমা, ফান্ডা জায়গা পেয়েছে। আর রয়েছে টাইমপাস, নাটক আর চুপ।
২০১৭-র সেপ্টেম্বরের এই সংস্করণে আগের ৯০০টি শব্দ রয়েছেই, যেগুলি ভারতীয় ইংরেজি বলে প্রচলিত। অক্সফোর্ড কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় কথা বলার ধরনে বয়, ঠিকানা, লিঙ্গ, স্ট্যাটাস ও পারিবারিক সম্পর্কের জন্য সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে, যার ইংরেজিতে কোনও বিকল্প নেই।
শেষ ৪ শতকে ভারতীয় ভাষা ইংরেজির ওপর বিরাট প্রভাব বিস্তার করেছে বলে তারা মন্তব্য করেছে। এর ফলে সমৃদ্ধ হয়েছে ইংরেজি শব্দভাণ্ডার।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস