সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০৬:৪২

৯৬ বছরের মাকে ঘরে আটকে রেখে সপরিবার আনন্দ-ভ্রমণে ছেলে, তিনদিন পরে উদ্ধার!

 ৯৬ বছরের মাকে ঘরে আটকে রেখে সপরিবার আনন্দ-ভ্রমণে ছেলে, তিনদিন পরে উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক: তিনদিন ধরে বাড়িতে ঘরবন্দি ৯৬ বছরের বৃদ্ধা! ছেলে পরিবার নিয়েআনন্দ-ভ্রমণে! কলকাতার আনন্দপুর থানা এলাকায় এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে খবর, শেষ জীবনে ছেলে-মেয়েদের বাড়িতে ঘুরে ঘুরে থাকেন ৯৬ বছরের সবিতা নাগ। ভাইফোঁটার দিন বোনের বাড়ি থেকে বৃদ্ধাকে নিয়ে আসেন বড় ছেলে বিকাশ নাগ। বৃদ্ধার অভিযোগ, ৩দিন আগে তাঁকে কিছু না জানিয়েই, স্ত্রী-সন্তানকে নিয়ে আন্দামান ঘুরতে চলে যান ছেলে বিকাশ।

বৃদ্ধার অভিযোগ, তাঁকে বাড়িতে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান বড় ছেলে। বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন পড়শিরা। তারপর উদ্ধার করা হয় বৃদ্ধাকে।

বৃদ্ধার অভিযোগ, তাঁর জন্য কোনও খাবারও রেখে যাননি বড় ছেলে! কিন্তু, কীভাবে একটা ছেলে, নিজের বৃদ্ধা মাকে এভাবে ঘরবন্দি করে রেখে চলে গেলেন? যদিও এ বিষয়ে বড় ছেলে বিকাশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি আন্দামানে ছুটি কাটাতে ব্যস্ত।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে