আন্তর্জাতিক ডেস্ক: পেন্টাগন পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছে পরমাণু বোমা বহনে সক্ষম অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান বি-২। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী সপ্তাহে এশিয়া সফরের আগে এ বিমানকে মোতায়েন করা হলো।
হোয়াইট হাউজ বা মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড অর্থাৎ স্ট্যার্টকম এ বিমানের উড্ডয়ন পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপানসহ এ অঞ্চলের মার্কিন অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে দূরপাল্লার বোমারু বিমান বি-২’তে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার ব্যবস্থা রাখা হয়েছে।
অবশ্য, পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বি-২ মোতায়েনকে গৎ বাধা পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছে স্টার্টকম।
স্ট্রার্টকম দাবি করছে, ভিন্ন ভিন্ন ভৌগলিক পরিবেশের সাথে বিমান ক্রুদের পরিচিত করানো এবং প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, জাপান টাইমস খবর দিয়েছে, প্রকাশিত কাগজপত্র থেকে জানা যায় যে ২০১৩ সালে শেষ দফা কোরিয় উপদ্বীপের আকাশে দিয়ে বি-২ উড়েছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সে সময়ে এ বিমান কোরিয় উপদ্বীপের আকাশে উড়েছিল।
ছয় হাজার মাইলের বেশি পথ পাড়ি দেয়ার সক্ষমতার পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি নেয়ার সুবিধাও রয়েছে বি-৬ বোমারু বিমানে। মার্কিন অঙ্গরাজ্য মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেসে এ বিমানের ঘাঁটি অবস্থিত। সেখান থেকে উড়ে এ বিমান বিশ্বের যে কোনো স্থানে পরমাণু হামলা চালাতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস