সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০১:১৮:৪৪

ফোনে প্রেমে ফেলে বন্দুক দেখিয়ে মহিলাকে ...

ফোনে প্রেমে ফেলে বন্দুক দেখিয়ে মহিলাকে ...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে নির্যাতনের অভিযোগ! মুখ বন্ধ রাখতে খুনের হুমকি! দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গ্রেফতার যুবক!

অভিযোগকারিণীর দাবি, মাসখানেক আগে ফোনের সূত্র ধরে আরশেদ মোল্লা নামে জয়নগরের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছুদিন ফোনে কথা বলার পর ওই যুবক তাঁকে দেখা করতে বলেন। শুক্রবার আরশেদের সঙ্গে দেখা করতে যান মহিলা।

অভিযোগ, গোপন ডেরায় ডেকে, পিস্তল দেখিয়ে মহিলাকে একাধিকবার নির্যাতন করেন ওই যুবক। মুখ বন্ধ রাখতে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

শনিবার এ বিষয়ে জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাতেই অভিযুক্ত আরেশদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে