সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৩:২৬:২৫

ভারতীয় বিমান হাইজ্যাকের চেষ্টা

  ভারতীয় বিমান হাইজ্যাকের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নয়াদিল্লিগামী একটি বিমান নিরাপত্তা হুমকির কারণে মধ্য আকাশে গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে। ১২২ আরোহী নিয়ে বিমানটি মুম্বাই থেকে নয়াদিল্লি যাচ্ছিল। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

সূত্র মতে, নিরাপত্তা হুমকি পাওয়ার পর জেট এয়ারওয়েজের এ ফ্লাইট সোমবার গতিমুখ পরিবর্তন করে আহমেদাবাদে অবতরণ করে।

খবরে বলা হয়, একজন বিমানবালা একটি চিরকুট দেখতে পায় যেখানে বিমান ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়। বিমানবালা এ বিষয়ে পাইলটকে সতর্ক করেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এয়ারলাইন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জেট এয়ারওয়েজের এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানে নিরাপত্তা হুমকি থাকায় সেটি যাচাই করার অংশ হিসেবে জরুরি ঘোষণার পর দিল্লির উদ্দেশে মুম্বাই থেকে ছেড়ে আসা বোয়িং ৭৩৭-৯০০ ফ্লাইটটি গতিমুখ পরিবর্তন করে আহমেদাবাদের দিকে যায়। কোনো ধরণের ঘটনা ছাড়াই এটি আহমাদাবাদে অবতরণ করে। বিমান ঘাঁটির এক কিনারায় এটিকে পার্ক করা হয়। পরে ওই বিমানের ১১৫ জন যাত্রী ও সাতজন ক্রূ’র সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।

এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া বিমানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে