সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৫:০৫:৩৪

সৌদি আরবে বক্সিং শিখছেন নারীরা- ভবিষ্যৎ পরিকল্পনা কী জানেন?

সৌদি আরবে বক্সিং শিখছেন নারীরা- ভবিষ্যৎ পরিকল্পনা কী জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নারীরা অন্যান্য দেশের নারীদের মতো অনেক কিছু করতে পারেন না। তবে সম্প্রতি এক সৌদি নারী অন্য মেয়েদের বক্সিং প্রশিক্ষণ দেয়া শুরু করেছেন।

শুরুর কথা
জেদ্দায় জন্ম নেয়া হালা আল-হামরানি তাঁর শহরে ‘এফএলএজিবক্সিং’ নামে একটি ব্যক্তিগত জিম (শরীরচর্চা কেন্দ্র) চালু করেছেন। এফএলএজি মানে হচ্ছে ‘ফাইট লাইক এ গার্ল’। সেখানে মেয়েদের বক্সিং শেখান তিনি।

স্বীকৃত প্রশিক্ষক
স্কুলে পড়ার সময় ১২ বছর বয়সে প্রথম মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট হন আল-হামরানি। এরপর যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে বক্সিংয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সেখানে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষক হিসেবে স্বীকৃতি পান তিনি। ফলে সৌদি আরবের প্রথম নারী বক্সিং প্রশিক্ষক হচ্ছেন আল-হামরানি।

অন্য মেয়েরা উৎসাহী
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আল-হামরানির কাজ নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যেও তাঁর কর্মকাণ্ডের খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
ফলে অন্য অনেক মেয়েও এখন বক্সিংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা
এখন নিজের ব্যক্তিগত জিমে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন আল-হামরানি। তবে ভবিষ্যতে সৌদি সরকার মেয়েদের জন্য জিম প্রতিষ্ঠার লাইসেন্স বা অনুমতি দিলে দেশের অন্যান্য অঞ্চলেও জিম খোলার ইচ্ছা আছে তাঁর।

সমাজের প্রতিক্রিয়া
জেদ্দা শহরের যেখানে জিমটি অবস্থিত তার আশেপাশের বেশিরভাগ মানুষ তাঁর কাজ সমর্থন করেন বলে মনে করেন আল-হামরানি। অবশ্য রক্ষণশীল মানুষরাও আছেন, যাঁরা এর বিরোধিতা করেন। তবে এসব বিরোধিতা তাঁকে দমাতে পারেনি।

সুস্থ জীবনযাপন
বক্সিং করলে দৈনন্দিন জীবনের নানান চাপ থেকে মুক্তি পাওয়া যায়, বলেন আল-হামরানি। শরীর সুস্থ রাখতে এবং মেদ কমাতেও নিয়মিত বক্সিং জরুরি।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি নারী
২০১২ সালের লন্ডন অলিম্পিকে সৌদি নারীরা প্রথমবারের মতো অংশ নেয়। ভবিষ্যতে সৌদি নারী বক্সারদের আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তা করতে চান আল-হামরানি।

দৃষ্টিভঙ্গির পরিবর্তন
আল-হামরানি বলেন, একটা সময় ছিল যখন সৌদি আরবে মেয়েদের বেড়ে ওঠার সময় খেলাধুলা করাটাকে ততটা গুরুত্ব দেয়া হত না। তবে দিন বদলাচ্ছে। এখনকার মেয়েরা মনে করছে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন। তাই তারা বক্সিংসহ অন্যান্য খেলার প্রতি আগ্রহী হচ্ছে।- ডিডাব্লিউ
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে