সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৭:০৫:২৬

ভারত হিন্দুদের দেশ, মুসলিমদের জন্য অন্য ৫০টি দেশ রয়েছে : শিবসেনা

ভারত হিন্দুদের দেশ, মুসলিমদের জন্য অন্য ৫০টি দেশ রয়েছে : শিবসেনা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত প্রথমে হিন্দুদের দেশ, তারপর অন্যদের। এবার এমনটাই মন্তব্য ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার। শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেন, ‘ভারত হিন্দুদেরই দেশ। তবে অন্যদেরও এখানে জায়গা রয়েছে।’

এদিকে আজ সোমবার শিবসেনার মুখপত্র ‘সামানা’য় উল্লেখ করা হয়েছে, ‘প্রথমে ভারত হিন্দুদের দেশ। কারণ মুসলিমদের জন্য বিশ্বে ৫০টিরও বেশি দেশ রয়েছে। আরও বলা হয়েছে, ‘ক্রিশ্চানদের জন্যও রয়েছে আমেরিকা, ইউরোপ। বৌদ্ধদের জন্য রয়েছে চিন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার। কিন্তু হিন্দুদের কোনও দেশ নেই।

তাদের মতে, একটা ‘হিন্দুত্ববাদী’ সরকারের দেশে কেন রাম মন্দির তৈরি কিংবা ঘর ওয়াপসির মত সমস্যার সমাধানের জন্য আদালতের উপর নির্ভর করতে হবে?

‘‌হিন্দুস্তান শুধু হিন্দুদের জন্য। ‘কয়েকদিন আগেই এমন মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে তিনি এও জানান, হিন্দুদের জন্য হিন্দুস্তান হলেও, এখানে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবেন না এরকম নয়।

একটি অনুষ্ঠানে এসে মোহন ভাগবত বলেন, ‘‌জার্মানি কাদের দেশ?‌ জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।’

নিজের মন্তব্যকে আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‌ভারত মায়ের সন্তান যারা এবং ভারতীয় বংশোদ্ভুত যারা ভারতীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বসবাস করেন তারাই আসল হিন্দু।’‌ তিনি আরও জানান, সরকার একা সমাজকে বদলে দিতে পারবে না। সরকার এবং সমাজ দু’‌জনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে উন্নয়নের ক্ষেত্রে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে