সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৮:৩০:৫১

‘পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ’

‘পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা।

তিনি বলেন, তার দেশের পরমাণু সম্পদের পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি পরমাণু নিরাপত্তা ব্যবস্থা বিশাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

এ ছাড়া, পাকিস্তান আঞ্চলিক দেশগুলোকে পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তান সরকারে এই কর্মকর্তা বলেন, পাকিস্তানের পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সেন্টার ফর এক্সিলেন্সে এই প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এই সব কথা বলেন তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে