মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ১২:৩১:৩৮

প্রেমিককে পেতে প্রেমিকা যা করলো তাতে হতবাক পুলিশ কর্মকর্তারাও

প্রেমিককে পেতে প্রেমিকা যা করলো তাতে হতবাক পুলিশ কর্মকর্তারাও

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন। হাজারও ফোন করেও যোগাযোগ করতে পারছিলেন না তার সঙ্গে। দেখাও করতে পারছিলেন না। অগত্যা, প্রেমিকের দেখা পেতে পুলিশের দ্বারস্থ হলেন তরুণী।

তবে, ২৪ বছরের ওই তরুণী প্রেমিকের খোঁজ পেতে যা করলেন, তাতে হতবাক তাবড় পুলিস কর্তারাও। প্রেমিক ও তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে সম্ভ্রম নষ্ট করার অভিযোগ আনলেন ওই তরুণী।

গত সপ্তাহে ভারতের মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা বছর ২৪-এর ওই তরুণীর সঙ্গে তার প্রেমিকের ঝগড়া হয়। এরপর থেকেই নাকি ফোন ধরা বন্ধ করে দেন তার বয়ফ্রেন্ড। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।

তরুণীর সঙ্গে দেখাও করছিলেন না তিনি। শেষমেশ প্রেমিকের খোঁজ পেতে থানায় যান প্রেমিকা। যুবক, তার ভাই ও কয়েকজন বন্ধুর বিরুদ্ধে সম্ভ্রমহানীর অভিযোগ করেন ওই তরুণী।

তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবককে থানায় নিসে আসার পরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গত ২৭ নভেম্বর ওই তরুণীকে যুবক বিয়ে করেছিলেন। এরপর কাজের খোঁজে পুনেতে একাই চলে আসেন যুবক। কিন্তু তরুণী প্রেমিকের ঠিকানা ভালোভাবে জানতেন না।

প্রেমিককে খুঁজে পেতেই এই ফাঁদ পেতেছিল বলে পুলিশের কাছে স্বীকারও করে নেন তরুণী। যুবক জানান, তিনি এখনও ওই তরুণীকেই ভালোবাসেন ও তার সঙ্গে থাকতে চান। কিন্তু তরুণী তাকে দিনে এত বেশিবার ফোন, মেসেজ, অনলাইনে টেস্কট করতেন, তাতে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি।

সেই অভিমান থেকেই তিনি এই কাজ করেছেন। সব জেনে পুলিশও হতবাক। তবে মানবিকতার খাতিরে ওই যুবক ও তরুণীর নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করেনি পুলিশ।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে