আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান নির্বাচনী কর্মকর্তা পল মেনাফোর্ট এফবিআই দফতরে আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটনের এফবিআই কার্যালয়ে তিনি হাজির হন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পল ও তার একজন সহযোগীকে এফবিআই চত্বরে হাঁটতে দেখা যায়। তবে তার সঙ্গে থাকা ব্যক্তিটি কে তা জানা যায়নি।
এর আগে তাকে ও তার দীর্ঘদিনের সহযোগী রিক গেটসকে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে কী অভিযোগ আনা হয়েছে- তা জানা যায়নি।
ম্যানফোর্ট গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্পের নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছিলেন।
এমটিনিউজ/এসবি