মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০১:১২:০৯

আগ্রাসন ঠেকাতে ভারত তরুণদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবে

আগ্রাসন ঠেকাতে ভারত তরুণদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবে

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তবর্তী এলাকাতে তরুণদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে ভারত। ‘আগ্রাসন ঠেকাতে’ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন সীমান্তের কাছে বসবাসকারী তরুণদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এ কথা বলা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নেপাল ও ভুটান সীমান্তে মোতায়েন করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘সশস্ত্র সীমা বল’, বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তে মোতায়েন ‘বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’ এবং চীন সীমান্তে মোতায়েন ‘ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সকে’ স্থানীয় তরুণদের মার্শাল আর্ট শেখায় উৎসাহিত করতে বলা হয়েছে। এছাড়া আধা সামরিক বাহিনীর প্রশিক্ষকদের দিয়ে সীমান্ত এলাকার তরুনদের শুটিং, বক্সিং এবং ধনুক চালানোর প্রশিক্ষণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ভবিষ্যতে ভারতের সীমানার ১০ কিলোমিটারের মধ্যে থাকা সব জনবসতিতে এ পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ভারতের ১০৬টি সীমান্ত এলাকাকে ৩৮১টি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে আসাম, অরুণাচল, বিহার, গুজরাট, হিমাচল, জম্মু ও কাশ্মীর, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের গ্রামগুলোকে ‘কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়। এসব এলাকার নাগরিক বিশেষ করে তরুণদের সীমান্তে আগ্রাসন মোকাবিলায় মার্শাল আর্টসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।- দ্য হিন্দু । ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে