মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ১২:১৩:২১

বিশাল মহড়ায় নামছে ইরানের পুরো বিমান বাহিনী

বিশাল মহড়ায় নামছে ইরানের পুরো বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিমান বাহিনী বিশাল সামরিক মহড়ায় শুরু করবে। দুই দিনের এ মহড়ায় অংশ নেবে গোটা ইরানের সব বিমান ঘাঁটি।

ফেদাইনে হারিমে বেলায়েত–৭ নামের মহড়া স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানের শহিদ বাবাই বিমান ঘাঁটিতে শুরু হবে। মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রোজখোশ সোমবার এ কথা জানিয়েছেন। মহড়ায় অংশগ্রহণকারী ঘাঁটিগুলো মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি বলেও জানান তিনি।

ইরানের বিমান বাহিনীর কৌশলগত সুখোই-২৪, এফ-৪, এফ-৫, এফ-৭, এফ-১৪, মিগ-২৯ মহড়ায় অংশ নিবে। পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমানও অংশ নেবে এতে। মহড়ায় চালকবিহীন বিমান বা ড্রোনের পাশাপাশি অংশ নেবে বোয়িং-৭০৭, বোয়িং-৭৪৭ এবং মালবাহী বিমান। মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সায়েকে বোমারু বিমানও থাকবে।

মহড়ায় ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার অনুশীলন চালানো হবে। এ ছাড়া, এতে নজরদারির অনুশীলনও করা হবে। মহড়ায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। এগুলোর মধ্যে লেজার এবং রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র থাকবে।

মহড়ার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোকে, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং স্থায়ী শান্তির বার্তা দেয়া হবে। পাশাপাশি বন্ধুত্বের বার্তাও দেয়া হবে বলে জানান ব্রিগেডিয়ার রোজখোশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে