আন্তর্জাতিক ডেস্ক : তিব্বত থেকে ব্রহ্মপুত্রের জলের গতিমুখ জিংজিয়াং-এ ঘোরানোর জন্যে ১০০০ কিমি সুড়ঙ্গ খোঁড়ার চিন্তাভাবনা করছে চিনের শীর্ষ নেতৃত্ব। এই সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ। চিনের এই সুড়ঙ্গের কারণে পানির অভাবে ভুগবে ভারত।
তিব্বতে উত্স ইয়ারলাং সাংপো যা ভারতে পরিচিত ব্রহ্মপুত্র নদ হিসেবে। উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করে এই নদ। যাত্রা শেষে মিলে যায় বঙ্গোপসাগরে। অনুমান করা হচ্ছে এই সুড়ঙ্গের কাজ শুরু হলে জলের অভাব দেখা দিতে পারে ভারতের নদে। এর ফলে হতে পারে খরাও।
ইতমধ্যে সুড়ঙ্গ তৈরির খসড়া জমা পড়েছে চিনের উচ্চতর কর্তৃপক্ষের কাছে। তিব্বতের সাংড়ি কাউন্টি থেকে নদের জলের গতিমুখ পরিবর্তন করে জিংজিয়াংয়ের টাকলামাকান মরুভূমিতে নিয়ে যাওয়াই লক্ষ্য। হংকং-এর সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে চিনা ইঞ্জিনিয়ারা জানিয়েছেন সব ঠিক থাকলে ২০১৮ সালের মার্চ মাসের মধ্যেই অনুমতি পাওয়া যাবে কাজ শুরু করার।
তবে এই কাজে অনুমতি পাওয়ার পথে একটাই বিষয় বাধা হয়ে দাঁড়াচ্ছে। চিনের এক সরকারি ইঞ্জিনিয়ার জানিয়েছেন, এই সুড়ঙ্গ বেশ কিছু ভঙ্গুর পাহাড়ের নিচ দিয়ে যাবে। এর ফলে দেখা দিতে পারে পরিবেশগত ঝুঁকি। সেই সঙ্গে রয়েছে বিশাল খরচের চাপও। --এই সময়
এমটিনিউজ২৪/এম.জে/এস