মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০১:৫৩:৪৫

হাজার কোটি টাকার মালিক আনগাড পাউল নিহত

হাজার কোটি টাকার মালিক আনগাড পাউল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আট তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেলে হাজারো কোটি টাকার মালিক ভারতীয় বংশোদ্ভূত আনগাড পাউল। বিখ্যাত ব্রিটিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ স্বরাজ পাউলের ছেলে ছিলেন তিনি। যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের নিজ বাড়ির আট তলা ভবনের ওপরের তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। ৪৫বছর বয়সি পাউল তার বাবার প্রতিষ্ঠিত কাপারো গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে আনগাডের মৃত্যুর দুর্ঘটনার পেছেনে অন্য কোন কারন আছে কি না তা খতিয়ে দেখছে লন্ডন পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাবশতই ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এদিকে, আনগাডের মৃত্যুর পর কাপারো গ্রুপের দুর্দশার কথা সামনে চলে এসেছে। স্টিলের দাম পড়ে যাওয়ায় তাদের ১৬টি কোম্পানি লোকসানে রয়েছে। এ বিষয় নিয়ে হতাশ ছিলেন আনগাড। কাপারো গ্রুপের প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টি। প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করে এই গ্রুপে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কাপারো গ্রুপের ব্যবসা রয়েছে। আনগাডের বাবা স্বরাজ পাউল ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ছোটবেলাই চলে যান ব্রিটেনে। সেখানে শুরু করেন বেঁচে থাকার সংগ্রাম। ১৯৩১ সালে জন্ম নেওয়া স্বরাজ পাউল এখনো বেঁচে আছেন। ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন। কাপারো গ্রুপ বছরে ১ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করে থাকে। বিশাল বিত্ত-বৈভব ছেড়ে দুর্ঘটনার শিকার হয়ে পরপারে চলে গেলেন আনগাড পাউল।-টাইমস অব ইন্ডিয়া। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে