আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তে নজর রাখার জন্য পাকিস্তানকে ৫টি হেলিকপ্টার পাঠিয়েছিল আমেরিকা৷ সেগুলি আমেরিকার কাছে ফেরত পাঠাল পাকিস্তান৷
সংবাদমাধ্যমে প্রকাশ, ২০০২ সালে পাকিস্তানকে মোট ৯টি হেলিকপ্টার দিয়েছিল আমেরিকা৷ এর মধ্যে ৪টি হেলিকপ্টার ১৫ নভেম্বরের মধ্যেই ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান৷ বাকি ছিল ৪টি৷ সেটিও ফেরত পাঠিয়ে দেওয়া হবে৷
অভ্যন্তরীণ বায়ু বিভাগের মন্ত্রালয় অ্যান্টি-নারকোটিক অপারেশনের জন্য শুধু চপার ব্যবহার করবে৷ সন্ত্রাসবাদ দমনেও চপারকেই কাজে লাগাবে তারা৷ মন্ত্রকের হাতে এখন মাত্র ৩টি সেসনা এয়ারক্র্যাফ্ট আছে৷ শুধু এগুলি দিয়ে সীমান্তে নজর রাখা সমস্যা হতে পারে৷ কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান হেলিকপ্টার ফিরিয়ে দেওয়ায় কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে৷
মনে করা হচ্ছে, ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক ভালো৷ অন্যদিকে ডোকালাম ইস্যুর পর থেকে চিনের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্কে চিড় ধরেছে৷ কিন্তু চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো৷ শুধু ভালোই নয়৷ পাকিস্তানের একাধিক প্রজেক্টে টাকা ঢেলেছে চিন৷ ফলে বেজিংকে খুশি করার চেষ্টা করতে পারে ইসলামাবাদ৷
তার উপর ভারতের সঙ্গে কোনওদিনই সম্পর্ক স্বাভাবিক নয় পাকিস্তানের৷ কিছুদিন আগে আবার পাকিস্তানকে “সন্ত্রাসবাদীদের স্বর্গ” বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ সব মিলিয়ে এখন মার্কিন মুলুকের উপর সম্ভবত একটু অসন্তুষ্টই আছে পাকিস্তান৷ হতে পারে সেই কারণে হেলিকপ্টার ফেরত পাঠানো হচ্ছে আমেরিকায়৷ কিন্তু সরকারি সূত্রে এখনও পর্যন্ত কিছু খোলসা করা হয়নি৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/এস