আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে পছন্দ ছিল না কোনও দিনই। হাজার চেষ্টাতেও মেলেনি রেহাই। তাই স্বামীকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মারা গেলেন শ্বশুরবাড়ির ১৩ জন সদস্য!
ভয়াবহ এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজফ্ফরগড়ে। গত বছর সেপ্টেম্বরে দৌলতপুরার বাসিন্দা আমজাদের সঙ্গে বিয়ে হয় ২৮ বছরের আসিয়া বিবির। দুই পরিবার দেখাশোনা করেই ওই বিয়ে দিয়েছিলেন।
পুলিশকে আসিয়া বিবি জানিয়েছেন বিয়েতে তার মত ছিল না। এক মাস আগে নিজের বাড়ি ফিরে গেলেও তাকে আবার জোর করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
সোমবার সকলের অলক্ষ্যে স্বামীর দুধের গ্লাসে বিষ মিশিয়ে দেন আসিয়া। কিন্তু, কোনও কারণে আসিয়ার স্বামী সেই দুধ খাননি। পরে সেই দুধ দিয়েই পরিবারের সকলের জন্য লস্যি বানানো হয়।
যা খেয়েই অসুস্থ হয়ে পড়েন পরিবারের ২৮ জন সদস্য। কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় ১৩ জনের। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৪ জন। সেই তালিকায় আসিয়ার স্বামী আমজাদও রয়েছেন।
মুজফ্ফরগরের সিনিয়র পুলিশ অফিসার ওয়াইস আহমাদ জানিয়েছেন, আসিয়ার অন্যত্র সম্পর্ক ছিল। সেই প্রেমিকসহ আসিয়াকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে দুধে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন আসিয়া।
এমটিনিউজ/এসএস