মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৫:৫২:৫০

এই তারকা ক্রিকেটাররা প্রথমবারের মতো এলেন বিপিএল কাঁপাতে

এই তারকা ক্রিকেটাররা প্রথমবারের মতো এলেন বিপিএল কাঁপাতে

নিউজ ডেস্ক :   আগামী ৪ই নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসরের।  আর এই আসরে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়েই দলে গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আইকন হিসেবে দলে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

এছাড়াও বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের পোস্টারবয় রশিদ খান এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।  বিশ্বব্যাপী টি-টুয়েন্টি লিগগুলোতে যথারীতি মাঠে কাঁপাচ্ছেন এ দু'জন।

তবে আফগানিস্তানের তারকা রশিদ খান গত আসরে কুমিল্লায় খেললেও জস বাটলার এবারেই প্রথম বিপিএল খেলতে যাচ্ছেন।  আর তাই গতকাল ঢাকায় আসেন দু'জন। এই তারকা ক্রিকেটাররা প্রথমবারের মতোই এলেন বিপিএল কাঁপাতে ।

এবার তামিমের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলবেন তারা।  বিপিএলের এবারের আসরকে সামনে রেখে গত ২৬ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে দলটি।  এছাড়া দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।

উল্লেখ্য, আগামী ৪ই নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইট ও বিপিএলের নতুন দল সিলেট সিক্সার্স।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে