মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৫:৫৬:৫৫

শুরু হয়ে গেল গ্লোবাল থান্ডার

শুরু হয়ে গেল গ্লোবাল থান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন স্ট্রাটেজিক কমান্ড বা স্টার্টকম সামরিক মহড়া ‘গ্লোবাল থান্ডার’ শুরু করেছে। গুরুত্বপূর্ণ এ মহড়ায় স্টার্টকমের আওতাধীন গুরুত্বপূর্ণ সব মিশন অংশ গ্রহণ করবে। রাশিয়ার সামরিক বাহিনী বিশাল সামরিক মহড়ার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক দিনের মধ্যেই শুরু হলো মার্কিন ‘গ্লোবাল থান্ডার।’

মহড়ার মাধ্যমে মার্কিন বাহিনীর পরমাণু প্রস্তুতি বাড়ানোর দিকে লক্ষ্য দেয়া হবে। বিশ্বের যে সব স্থানে মার্কিন গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে মহড়ার প্রয়োজনে যখন ইচ্ছে তখনই তাদের সক্ষমতা যাচাই করা হবে। এ কথা জানিয়েছেন স্টার্টকমের কমান্ডার মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ার মাধ্যমে স্ট্রার্টকমের আওতাধীন সব সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো মার্কিন শত্রুর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে এ সমন্বয় ঘটানো হবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়।

এরই মধ্যে মহড়ার বিষয়ে রাশিয়াকে অবহিত করেছে পেন্টাগন। কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার বিষয়ে ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে আগেই অবহিত করে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে