মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৮:৫৮:২৪

হাইড্রোজেন বোমা পরীক্ষার জের, কিমের কোরিয়ায় ঘটে গেল ভয়ঙ্কর দূর্ঘটনা

হাইড্রোজেন বোমা পরীক্ষার জের, কিমের কোরিয়ায় ঘটে গেল ভয়ঙ্কর দূর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : হাইড্রোজেন বোমা পরীক্ষার জের, কিমের কোরিয়ায় ঘটে গেল ভয়ঙ্কর দূর্ঘটনা। এখন পর্যন্ত এই হাইড্রোজেন বোমা পরীক্ষা করতে গিয়ে ২০০ জনের মৃত্যু চেপে গেছে কিমের কোরিয়া, এমনই অভিযোগ আনল জাপানি টিভি চ্যানেল আসি টিভি। ওই চ্যানেলের দাবি, উত্তর কোরিয়ায় একটি সুড়ঙ্গ ধসে মৃত্যু হল কমপক্ষে ২০০ জনের। হাইড্রোজেন বোমা পরীক্ষা করতে গিয়ে ওই নির্মীয়মান সুড়ঙ্গটির মারাত্মক ক্ষতিও হয়েছে। গত সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় এবং তখনই ঘটে যায় এমন মারাত্মক দুর্ঘটনা।

আসি টিভির প্রতিবেদন অনু‌যায়ী, গতমাসে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর পাংগি রি নামক পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি একটি নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে। তাতেই মৃত্যু হয় কমপক্ষে ২০০ জনের। প্রাথমিকভাবে ওই দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু উদ্ধারকা‌র্য চলার সময়ে ফের সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে, আর তাতেই মৃত্যু হয় আরও ১০০ জনের। গোটা ঘটনাটাই চেপে গিয়েছিল কিম প্রশাসন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ১০০ কিলোটনের হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। সেই বোমাটির ক্ষমতা ছিল ১৯৪৫ সালে হিরোসিমায় ফেটা বোমার চেয়ে সাতগুণ বেশি। আসি টিভি-র দাবি, হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ফলে ছেটাখাটো ভূমিকম্পও  হয়। সেই কম্পনেই সুড়ঙ্গের মাটি আলগা হয়ে ক্রমে ধসে ‌যায় বলে অনুমান।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে