বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০৯:১৯:০৪

নিউ ইয়র্কে জঙ্গি হামলা, নিহত ৮

নিউ ইয়র্কে জঙ্গি হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : নিসের ছায়া নিউ ইয়র্কে। আমেরিকার লোয়ার ম্যানহাটনে জঙ্গি হামলা। ট্রাক পিষে মারল ৮ পথচারীকে। ট্রাকের ধাক্কায় আহত আরও ১১। সাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট জায়গায় ট্রাক নিয়ে হামলা চালায় ২৯ বছরের এক যুবক।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৮ জন পথচারীর ও সাইকেল আরোহীর৷ আহত হন ১১ জন। জানা গিয়েছে, সেফুল্লো সাইপভ নামে ২৯ বছরের এক উজবেক যুবক একটি ট্রাক ভাড়া নিয়ে এই হামলা চালিয়েছে।

ট্রাকটির লাইসেন্স ফ্লোরিডার একজনের নামে রয়েছে ২০১০ সালে আমেরিকায় আসে সেফুল্লো। হামলার পরই পুলিশের গুলিতে আহত আততায়ী। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে, হামলার ঘটনায় কড়া নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, অনেক হয়েছে। হামলায় আক্রান্তদের পাশে রয়েছে গোটা দেশ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে