আন্তর্জাতিক ডেস্ক : চাকরি ছেড়ে স্বামীর কাছে যেতে না দেওয়ায় আত্মহত্যা করেছে এক নববধূ। আর এই ঘটনাটি ঘটেছে ভারতে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। নিহত ওই গৃহবধূর ডায়েরিতে রয়েছে অত্যাচারের বিবরণ। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এবিপি এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওই দম্পতির বিয়ে হয়েছিল উত্তরপাড়ার পারমিতা বক্সির। পুনেতে চাকরি করতেন তিনি। কিন্তু স্বামী থাকতেন ব্যাঙ্গালুরুতে। চাকরি ছেড়ে স্বামীর কাছে চলে যেতে চেয়েছিলেন তিনি। সেখানেই বাধা হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকজন।
এক পর্যায়ে পুনে থেকে চাকরি ছেড়ে উত্তরপাড়ার বাবার বাড়ি ফিরে আসেন পারমিতা। তারপর গত রোববার পারমিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড়ির সদস্যরা। তবে পারমিতা ডায়েরিতে তার উপর হওয়া অত্যাচারের সম্পূর্ণ বিবরণ লিখে রেখে যান।
এদিকে ঘটনার পরপরই বাড়ি থেকে পলাতক পারমিতার স্বামীসহ পরিবারের লোকেরা। আর আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে মামলা হয়েছে পারমিতার শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস