বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০৫:৪৯:৫৮

উদ্বোধন হলো এশিয়া-ইউরোপ নতুন রেলপথ

উদ্বোধন হলো এশিয়া-ইউরোপ নতুন রেলপথ

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান, তুরস্ক ও জর্জিয়ার নেতারা মিলে তিন দেশে রেলওয়ের ৮২৬ কিলোমিটার রাস্তার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন। সোমবার চালু হয়েছে এ সংযোগ সড়কগুলো। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে নিউ চায়না।

বাকু-তিবলিসি-কার্স রেলপথের কাজ শুরু হয়েছিল ১০ বছর আগে।  প্রকল্পের কাজ শেষ হবার  পরই সোমবার চালু হয়েছে এ সংযোগ রেলপথটি।

সংযোগ সড়কগুলো চালুর সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী কিভিরিকাশভিলি উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের অধীনে নতুনভাবে একশ পাঁচ কিলোমিটার রেললাইন তৈরি করা হয়েছে। রেললাইনগুলো দিয়ে এক মিলিয়ন যাত্রী এবং পাঁচ মিলিয়ন টন মালামাল পরিবহন করা যাবে।

প্রাথমিক অবস্থায় প্রকল্পের খরচ চারশ মিলিয়ন ধরা হলেও তা বেড়ে এক বিলিয়নের বেশি দাঁড়িয়েছে। আর প্রকল্পটির অর্থায়ন করা হয়েছে  আজারবাইজানের তেল খাত থেকে ।

প্রকল্পটির অধীনে আজারবাইজান এবং জর্জিয়ার মধ্যকার ট্রেনের সংযোগের উন্নয়নও করা হয়েছে। ২০০৭ সাল থেকে প্রকল্পটি শুরু হয়ে ২০১১ সালে কাজ সমাপ্ত হয়।

উল্লেখ্য, এ প্রকল্পের ফলে ইউরোপ এবং চীনের যাত্রীবাহী এবং মালবাহী রেলওয়ের সংযোগ সৃষ্টি হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে