আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। এসময় তিনি মিয়ানমারও সফর করতে পারেন। ট্রাম্প এমন সময় পূর্ব এশিয়া সফর করছেন যখন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে।খবর পার্সটুডের।
পূর্ব এশিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের ১১ দিনের এই সফর আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপিন্স সফর করবেন।
রাখাইনে সেনা অভিযানের ঘটনায় লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এ ধরনের পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ রাখাইনে সহিংসতার নিন্দা জানায়। তবে শুরু থেকে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। যদিও পরে তারা মিয়ানমারের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে।
এর আগে গেলো ১৮ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইনে হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেন। পরের সপ্তাহেই (২৬ অক্টোবর) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংকে টেলিফোন করেন টিলারসন। তবে রাখাইনে যা ঘটছে সেটিকে জাতিগত নিধন বলতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে জাতিসংঘ বলছে রাখাইনে জাতিগত নিধন চলছে। আর রাখাইনের ঘটনা নিয়ে সংস্থাটি তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি গেলো মাসে জানায়, রাখাইন থেকে ছয় লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে।
গেলো ২৫ আগস্ট রাখাইনে পুলিশের ওপর হামলার অভিযোগে সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ ঘটনায় নির্যাতন থেকে রক্ষা পেতে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস