আন্তর্জাতিক ডেস্ক : ফের রক্তাক্ত আমেরিকা। নিউ জার্সির পর এবার সন্ত্রাস টার্গেটে ডেনভার। আমেরিকার ডেনভারের শহরতলিতে একটি ওয়ালমার্ট বিপণীর মধ্যে গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের। বহু মানুষ আহত হয়েছেন বলে খবর।
কলোরাডোর থর্নটন এলাকা ডেনভারের থেকে ১৬ কিলোমিটার দূরে। সেখানকার পুলিশ এখনও হতাহতদের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি, এও জানা যায়নি, ঘাতক গ্রেফতার হয়েছে কিনা।
পুলিশ শুধু বলেছে, বহু মানুষ হতাহত গিয়েছেন বলে তাদের কাছে খবর, তাঁদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। ঘটনার পরই পুরো ওয়ালমার্ট খালি করে দেওয়া হয়েছে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস