মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১০:১৭:০৫

‘কথা বেশি-কাজ কম হলে বিহারের মতোই হাল হয়’

‘কথা বেশি-কাজ কম হলে বিহারের মতোই হাল হয়’

আন্তর্জাতিক ডেস্ক : যে রাজনৈতিক দল বেশি কথা বলবে, কাজ কম করবে, তাদের বিহারের মতো হাল হবে। বিহার ভোটের ফলপ্রকাশের পর এই ভাষাতেই বিজেপি তথা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির সঙ্গে তার দলের তুলনা টেনে কেজরিওয়াল বলেন, ‘আমাদের সরকার ভাষণ কম দেয়, কাজ বেশি করে। কিন্তু কয়েকটি দল আছে যারা কথা বেশি বলে এবং কাজ কম করে, তাদেরই বিহারের মতো অবস্থা হয়।’ বিহার নির্বাচনে বিজেপির পরাজয়ে রবিবারই মহাজোটকে অভিনন্দন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার বিজেপির পরাজয়ের কারণ বিশ্লেষণ করলেন তিনি। সোমবার পূর্ব দিল্লির গান্ধীনগরে শহরের প্রথম ‘পলিক্লিনিক’-এর উদ্বোধন করতে যান অরবিন্দ কেজরিওয়াল। সেই উদ্বোধনী অনুষ্ঠানেই বিহারে বিজেপির ভরাডুবি নিয়ে পরোক্ষে নরেন্দ্র মোদিকে নিয়ে এই সমলোচনা করলেন তিনি। মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ প্রসঙ্গ তুলে নেতা বলেন, ‘আমরা আপনাদের ‘মন কি বাত’ বলি, আমাদের ‘মন কি বাত’ নয়।’ তবে বিহার নির্বাচন থেকে শাসক দলের শিক্ষা হবে এবং দিল্লি ও অন্যত্র কেন্দ্রের নাক গলানো বন্ধ হবে বলেও আশাপ্রকাশ করেন কেজরিওয়াল।-কলকাতা ২৪। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে