বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০২:৩৭:০৯

অস্ত্র গুদামে বিমান হামলা

 অস্ত্র গুদামে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিমান বাহিনী বুধবার সিরিয়ার হোমস প্রদেশে একটি অস্ত্র গুদামে বোমা বর্ষণ করেছে। পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে।

মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, অস্ত্র গুদামটি সিরিয়ার সরকারি বাহিনীর, নাকি তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ গ্রুপের তা এখনো নিশ্চিত করা যায়নি।

পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রাহমান এএফপিকে বলেন, সিরিয়ার হোমস নগরীর দক্ষিণে হিসিয়াহ শিল্পাঞ্চলে একটি অস্ত্র গুদামে ইসরাইল বিমান হামলা চালায়।

সিরিয়ার টেলিভিশনের খবরে এ অঞ্চলে সিরিয়ার বিমানবাহিনীর আগ্রাসন চালানোর কথা বলা হয়। ওই টেলিভিশনের খবরে আরো বলা হয়, সিরিয়ার সামরিক বাহিনী এ হামলার ‘জবাব’ দিয়েছে।

ইসরাইলি বাহিনী এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

হিজবুল্লাহ বাহিনীর কাছে অস্ত্র সরবরাহ বন্ধে ছয় বছর আগে সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে সিরিয়ায় বিমান হামলা চালানো কথা স্বীকার করে আসছে ইসরাইল।

সিরীয় পর্যবেক্ষণ সংস্থা আরো জানায়, গত ২২ সেপ্টেম্বর দামেস্ক বিমানবন্দরের কাছে একটি অস্ত্র গুদামে হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে