বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৩:১০:১১

ওয়ালমার্টের শোরুমে গোলাগুলি, নিহত ৩

 ওয়ালমার্টের শোরুমে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কলোরাডোর থর্নটনে একটি ওয়ালমার্টের শোরুমে গোলাগুলির ঘটনা ঘটেছে।  বুধবারের এ ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে  বলা হয়েছে, কলোরাডোর থর্নটনে একটি ওয়ালমার্টে নির্বিচারে গুলি ছোড়া হয়েছে। গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন ৩ জন।

দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দেশটির পুলিশ। তবে কেউ জিম্মি হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে ওই সুপার মার্কেট ও তার আশপাশে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে। আরেকটি ভিডিওতে ঘটনার পরপর ওয়ালমার্ট খালি করতে দেখা গেছে।

জুনি মানজ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, তার ছেলে ওই এলাকা থেকে তাকে গোলাগুলির কথা জানিয়েছেন। অনেক গুলি ছোড়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়। এসময় আরো ১২ জন আহত হন। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। উজবেকিস্তান থেকে  ২০১০ সালে আমেরিকায় আসার পর ফ্লোরিডায় বসবাস করছিল এ হামলাকারী। তার নাম সাইফুল বলে জানিয়েছে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে