বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৬:৪০:৪১

রাহুল গান্ধীর 'নরম হিন্দুত্ব' নিয়ে খোঁচা বিজেপির

রাহুল গান্ধীর 'নরম হিন্দুত্ব' নিয়ে খোঁচা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনে নতুন অবতারে ধরা দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। বিজেপিকে চোখাচোখা বাক্যবাণে বিধ্বস্ত করছেন তিনি। গুজরাটের ব্যবসায়ী মহলের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি।

জিএসটি এবং নোট বাতিল নিয়ে সরব এই তরুণ তুর্কি। তবে গুজরাটে সবচেয়ে চোখ টেনেছে রাহুলের মন্দিরে মন্দিরে ভ্রমণ। বলাবলি শুরু হয়েছে, বিজেপিকে ঠেকাতে 'নরম হিন্দুত্ব'-এর তাস খেলছেন রাহুল।

সেই প্রসঙ্গে রাহুল বৃহস্পতিবার বলেন, 'আমার কী মন্দিরে যাওয়া মানা রয়েছে?' এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনের আগে তিনবার গুজরাট সফর করেছেন রাহুল। বিভিন্ন মন্দিরের সামনে ফটো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে সৌরাষ্ট্রের বিখ্যাত দ্বারকেশ্বর মন্দির এবং ছোটালিয়া মন্দির।

যা নিয়ে খোঁচা মেরে বিজেপি নেতা জয়নারায়ণ ব্যাস বলেন, 'দেখে ভাল লাগছে শেষ পর্যন্ত তারা ভগবানের দরজায় কড়া নারছে।' দক্ষিণ গুজরাটে ২২ শতাংশ মুসলিম রয়েছেন। তাদেরও কাছে টানতে বিভিন্ন মসজিদের সামনে মুসলিমদের সঙ্গে মতামত বিনিময় করেছেন তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে