বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৭:৫৬:১৩

এই মুহূর্তে চরম যুদ্ধ পরিস্থিতি, কঠিন হুশিয়ারি

এই মুহূর্তে চরম যুদ্ধ পরিস্থিতি, কঠিন হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম দ্বীপ নির্মাণ ইস্যুতে এই  মুহূর্তে চরম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ চীন সাগরে। সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতির। এ নিয়ে বেইজিং-ওয়াশিংটন একে অন্যকে কঠিন হুশিয়ারি দিয়েছে৷

বৃহস্পতিবার ওই সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে চীনকে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কার্টার।  পাশাপাশি তিনি স্পষ্ট জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জল এবং আকাশসীমায় টহল চালিয়ে যাবে ওয়াশিংটন।   

গত কয়েদিন আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীনের হুশিয়ারি অব্যাহত ছিল, হুমকি ছিল টহল অব্যাহত রাখলে চীন-মার্কিন যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে৷ আর এর জবাবে পালটা হুঁশিয়ারি দিতেই বৃহস্পতিবার ওয়াশিংটন জানাল কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে তারা আকাশ এবং জলপথে টলহ দেবেই৷

হাওয়াই দ্বীপে মার্কিন সেনাবাহিনীর এক অনুষ্ঠানে কড়া ভাষায় মন্তব্য করেন কার্টার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর নয়া কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিসকে পরিচয় করিয়ে দিতেই এদিনে এই অনুষ্ঠান মার্কিন সেনার৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বিশ্বের আকাশ ও জলসীমায় আমরা যেমন টহল দিই, দক্ষিণ চীন সাগরেও তেমনই টহল দেব। এ ব্যাপারে কোনো ভুল করলে চলবে না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে