আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির যুব নেতা তথা জেলা সভাপতিকে খুন করে ভারত সরকারকেই চ্যালেঞ্জ জানালো জঙ্গিরা। বৃহস্পতিবার ভারতে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলাতে এই খুনের ঘটনা ঘটেছে বলে খবর।
একদিন আগেই পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে নিহত হয়েছেন এক বিএসএফ সেনাও। এই ঘটনায় ফের তপ্ত হয়ে উঠল কাশ্মির উপত্যকা বলে মনে করা হচ্ছে।
পুলিস সূত্রে খবর, বিজেপির এই সভাপতির নাম গাওয়ার আহমেদ। তাকে কয়েকদিন আগে অপহরণ করেছিল জঙ্গিরা। তারপর এদিন খুন করে ফেলে রেখে দিয়ে গিয়েছে। কে বা কারা এই কাজ করেছে তার তদন্তে নেমেছে পুলিশ।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জম্মু-কাশ্মীরে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, 'বিশ্বের কোনও শক্তি নেই কাশ্মীর সমস্যার সমাধানে বাধা সৃষ্টি করতে পারবে না।' ঠিক তার পরেই এই ঘটনা কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
এমটিনিউজ/এসএস