মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১১:৪৬:২৬

২ দশকে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

২ দশকে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব চলতি বছরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং এ পর্যন্ত দেশটিতে ৭১ বিদেশিসহ অন্তত ১৫১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি এ কথা বলেছে জানিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। এতে আরো বলা হয়, বিদেশি নাগরিক বিশেষ করে উন্নয়নশীল দেশ থেকে আগত অভিবাসী শ্রমিকরা সৌদি আরবে খারাপ পরিস্থিতির মুখে পড়ে। সাধারণ ভাবে তাদের আরবি ভাষাজ্ঞান নেই। বিচারের সময়ে পর্যাপ্ত অনুবাদের সুযোগও তাদের দেয়া হয় না বলে জানায় অ্যামনেস্টি। বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, সৌদি আরবের কর্তৃপক্ষ দেশটিতে মৃত্যুদণ্ড রক্তক্ষয়ী ধারা অব্যাহত রাখবে বলেই মনে হচ্ছে। এতে আরো বলা হয়, এ বছর যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে অর্ধেকেই আন্তর্জাতিক মানবাধিকার আইনের মাপকাঠিতে মৃত্যুদণ্ড দেয়ার পর্যায়ের অপরাধ করে নি। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত গড়ে একদিন পর পর এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি আরবে গত পুরো বছরে ৯০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিন্তু চলতি বছর সে তুলনায় মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা নাটকীয় ভাবে ৬৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া, দেশটিতে পুরো বছরে দেড় শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ১৯৯৫ সালে ঘটেছিল। সে বছর সৌদি আরবে ১৯২ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে অ্যামনেস্টি জানায়। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এই মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে দেশটি কঠোর সমালোচনার মোকাবেলা করছে। সৌদি আইনে ধর্মদ্রোহিতা, সশস্ত্র ডাকাতি, অবৈধ্য পণ্য পাচার এবং হত্যার দায়ে প্রাণদণ্ড দেয়া হয়। এ ছাড়া, সাধারণ ভাবে দেশটিতে শিরোচ্ছেদ করে বেশির ভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে