শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০১:০৫:০৬

একেই বলে দেশপ্রেম, দেখিয়ে দিলেন এরদোগান

একেই বলে দেশপ্রেম, দেখিয়ে দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : একেই বলে দেশপ্রেম। যা করে দেখালেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তুরস্ক যৌথ উদ্যোগে প্রথম বারের মত নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করতে বৃহস্পতিবার আঙ্কারায় একটি চুক্তি সম্পাদন করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী বিনালি উইলদিরিম এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফারুক ওজলু দেশটির প্রেসিডেন্ট প্যালেসে গাড়ি নির্মাণ শিল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এরদোগান বলেন, ৫টি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান আনাদলু গ্রুপ, বিএমসি, কিরাকা হোল্ডিং, টার্কসেল এবং যোরলু হোল্ডিং একত্রে যৌথ উদ্যোগে তুরস্কের তৈরি দেশীয় গাড়ি নির্মাণ করবে।

এরদোগান এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি এই উদ্যোগটিকে সফল করতে পূর্ণ সহযোগীতা করে যাবেন। এসময় তিনি এই শিল্প নিয়ে আশাবাদও ব্যক্ত করেন।

এরদোগান আরও বলেন, ‘আশা করি ২০১৯ সালের মধ্যে তুরস্কে তৈরি প্রথম গাড়ির নমুনা সংস্করণটি তৈরি হয়ে যাবে এবং ২০২১ সালের মধ্যে বাণিজ্যিক ভাবে গাড়ি বিক্রয় শুরু করা যাবে। তুরস্কের তৈরি প্রথম গাড়িটি কিনতে চাই আমি।’
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে