মোরগ লড়াইয়ে ব্যাপক গোলাগুলি, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক : মোরগ লড়াই এক ধরনের খেলা। এই খেলায় দুই বা ততোধিক মোরগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে। সে লক্ষ্যে এজাতীয় মোরগের লালন-পালন, পরিচর্যা ও প্রশিক্ষণ প্রদান করে খেলা উপযোগী করে তোলা হয়। সাধারণতঃ প্রশিক্ষণপ্রাপ্ত মোরগ নির্দিষ্ট স্থানে অবস্থান করে একে-অপরের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের ন্যায় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। শক্ত ঠোঁট ও নখের সাহায্যে এ লড়াই চলে। যে-কোন একটি মোরগের মৃত্যুবরণ কিংবা লড়াইয়ে অপারগতা প্রকাশ করার মাধ্যমে প্রতিযোগিতায় সমাপ্তি ঘটে। কিন্তু এবর সেই মোরগ লড়াই খেলা দেখার সময় ব্যাপক ঘটে এতে গুলিবিদ্ধ হয়ে মেক্সিকোতে ১০ জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকোতে প্রতিবছরই হয়ে থাকে এই ধরণের মোরগ লড়াই খেলা। আর এ বছই প্রথম এই খেলা দেখার সময় গুলিবিদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো সাতজন। সোমবার মেক্সিকোর পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় গুয়েরেরো রাজ্যের সুয়াজিনিসুইলাপা শহরের ওই বন্দুকযুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শহরের কেন্দ্রে আয়োজিত মোরগ লড়াইকে কেন্দ্র করে অস্ত্রধারী দু’পক্ষের মধ্যে বিবাদের কারণেই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিরাপত্তা কর্মীরা আসার আগেই নিহত কয়েকজনকে তাদের স্বজনরা নিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য : মোরগের লড়াইকে বিশ্বের প্রাচীনতম দর্শকদের ক্রীড়া হিসেবে গণ্য করা হয়। প্রায় ছয় হাজার বছর পূর্বে প্রাচীন পারস্যে এ ক্রীড়ার উদ্ভব হয়েছিল বলে ধরানা করা হয়। অন্য একজন লেখকের মতে, সিন্ধু সভ্যতায় অবসরকালীন ক্রীড়া হিসেবে জনগণ সম্পৃক্ত থাকতেন এখেলার সাথে। তবে সর্ব প্রথম মোরগ লড়াইয়ের কথা জানায়ায় ১৬৪৬ সালে মোরগকে খেলাধূলা, ক্রীড়া, অবসর কিংবা বিনোদনের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। এর পূর্বেই অবশ্য জর্জ উইলসন ১৬০৭ সালে তার দ্য কমেন্ডেশন অব কক্স অ্যান্ড কক ফাইটিং গ্রন্থে খেলাধূলায় মোরগ নামে ব্যবহার করেন।
১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�