শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৩:৩০:৪২

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর একমাত্র মেয়ের মৃত্যু

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর একমাত্র মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর একমাত্র মেয়ে দিনা ওয়াদিয়া আর নেই। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিজের জানিয়েছে, বৃহস্পতিবার ৯৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

১৯১৯ সালের ১৫ অগাস্ট লন্ডনে জন্ম হয় দিনার। তিনি জিন্নার দ্বিতীয় স্ত্রী রতনবাই পেতিত ওরফে মরিয়ম জিন্নাহর একমাত্র সন্তান। তাদের পূর্বপুরুষরা আদতে বর্তমান ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। ১৮৭০ সালে তারা ব্যবসা সূত্রে বর্তমান পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই জিন্নাহর জন্ম হয়।

ওয়াদিয়া ১৯৪৮ সালে তার বাবার মৃত্যুর পর প্রথম পাকিস্তানে যান। এরপর ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক সফরের সময় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফের আমন্ত্রণে শেষবার সেদেশে গিয়েছিলেন।

খবরে প্রকাশ, বাবা জিন্নাহর সাথে দিনার মতবিরোধ তৈরি হয় যখন তিনি পারসিক নেভিল ওয়াদিয়াকে বিয়ে করতে যান।

দিনার ছেলে নুসলি ওয়াদিয়া ভারতের একজন সফল ব্যবসায়ী এবং পার্সি কমিউনিটিরও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে