মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০১:৪৯:৩২

‘ওআরওপি’র জেরে পদক ফিরিয়ে দিচ্ছেন ভারতের সাবেক সেনারা

‘ওআরওপি’র জেরে পদক ফিরিয়ে দিচ্ছেন ভারতের সাবেক সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) নিয়ে ভারত সরকারের বিজ্ঞপ্তিতে নাখোশ প্রাক্তন সেনাকর্মীরা৷ ভারত সরকারের বিজ্ঞপ্তির বিরোধিতা করে আজ থেকে পদক ফেরাতে শুরু করলেন প্রাক্তন এই সেনাকর্মীরা৷ ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান মুভমেন্টের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ভিকে গান্ধী বলেন, ‘সরকারের বিজ্ঞপ্তিতে ওআরওপি’র ধারণাকেই হত্যা করা হয়েছে৷ ওআরওপি’র সংজ্ঞা অনুযায়ী, একজন সিনিয়র একজন জুনিয়রের থেকে কম বেতন পেতে পারে না৷ কিন্তু সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়রের থেকে কম পেনশন পাবে সিনিয়ররা৷ আমরা এই বিজ্ঞপ্তি মানি না৷’ উল্লেখ্য, গত শনিবার বিজ্ঞপ্তি জারি করে ওআরওপি কার্যকর করে ভারত সরকার৷ তারপরও অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা আন্দোলন জারি রাখায় গতকাল প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানান, আন্দোলনকারী অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সমস্ত দাবি মানা সম্ভব নয়৷ প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা৷ প্রতিবাদে পদক ফেরানোর সিদ্ধান্ত নেন সাবেক এই সেনা কর্মকর্তারা। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে