শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৮:৪০:০৮

কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে যা বললেন ইভাঙ্কা

কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে যা বললেন ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের শারীরিক নির্যাতন এবং হয়রানি 'কখনো সহ্য করা হবে না' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। একই সঙ্গে তিনি কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে নারী বিষয়ক বিশ্ব সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর এএফপির

সম্প্রতি বিনোদন জগৎ ও রাজনৈতিক অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং হয়রানির অভিযোগের খবর প্রকাশের পর এ বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টা।

ইভাঙ্কা বলেন, 'প্রায় সবক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবল শারীরিক হয়রানিই নয়, আরও অনেকভাবেই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আচরণগত বৈষম্যও রয়েছে। এটি আর কখনও সহ্য করা হবে না।'

গত মাসে হলিউডের অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগ ওঠার পর বিষয়টি সবার নজর কাড়ে। এরপর হলিউডের রথী-মহারথী আরও কয়েকজন তারকার বিরুদ্ধেও শারীরিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়। শারীরিক কেলেঙ্কারির ঘটনায় চলতি সপ্তাহেই পদত্যাগ করেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে, নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পের বিরুদ্ধেও বেশ কয়েকজন নারী হেনস্তার অভিযোগ এনেছিলেন। অবশ্য তিনি সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে সেসময় ফাঁস হওয়া এক ভিডিও চিত্রে দেখা যায়, নারীদের সঙ্গে অসঙ্গত আচরণ নিয়ে গর্ব করছেন ট্রাম্প।

২০০৫ সালের ওই ভিডিওতে ট্রাম্প বলেন, 'তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তা-ই করতে পারে।' পরে এ নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প বলেন, 'অনেক বছর আগের এই কথোপকথন নিছক খেলোয়াড়দের পোশাক পরিবর্তন কক্ষের হাসি-তামাশা জাতীয় বিষয়।'

ট্রাম্প ১০ দিনের এশিয়া সফরের শুরুতে জাপানে পৌঁছানোর দু'দিন আগে নারী বিষয়ক সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন ইভাঙ্কা। টোকিওতে ওই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও বক্তৃতা করেন। ইভাঙ্কা ট্রাম্পের তার বাবার সফরসূচি নিয়েও অাবের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে