শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৯:২৫:২৭

দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় মার্কিন বোমারু বিমান

দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার আকাশসীমা এবং দেশের পিলসাং রেঞ্জের ওপর দিয়ে উড়ে যায় দুটি মার্কিন বোমারু বিমান৷ বায়ুসেনার মুখপাত্র ক্যাপ্টেন ভিক্টোরিয়া হাইট জানান, এটি বৃহস্পতিবারের মহড়ার অংশ ছিল৷ এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্যও তুলে ধরেন তিনি৷

কোরিয় উপদ্বীপের কাছেকাছি যে এই মহড়া হবে সে বিষয়ে আগেই জানানো হয়েছিল৷ যদিও নির্দিষ্ট করে কোনও স্থানের কথা সেসময় উল্লেখ করা হয়নি৷ মনে করা হচ্ছে, মার্কিন বোমারু বিমানগুলির সঙ্গে জাপান এবং দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটগুলি যৌথ মিশনে নেমেছে৷

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হুঁশিয়ারির বাড়বাড়ন্তের জবাব দিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা সচিব৷ পিয়ংইয়ংকে কড়া হুঁশিয়ারি দিয়ে জেমস মাটিসের বক্তব্য পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে যোগ্য জবাব ফেরত পাবে উত্তর কোরিয়া৷

মাটিস বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর এটি৷এই সফরে সিওলকে আমেরিকার সমর্থনের বিষয়টিতে আরও জোর দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব৷ উত্তর কোরিয়াকে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা এর কোনও বন্ধু দেশের ওপর হামলা চালানোর চেষ্টা ব্যর্থ করতে সক্ষম আমেরিকা৷ তাই সেই চেষ্টা না করাই বাঞ্ছনীয়৷ কারণ হামলা হলে তার বিরুদ্ধে কার্যকর ও অপ্রতিরোধ্য জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের শুরু থেকেই পারমাণবিক অস্ত্রের প্রয়োগের হুঁশিয়ারি দিচ্ছে উত্তর কোরিয়া৷ একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমার পরীক্ষাও চালাচ্ছে তারা৷ ফলে ক্রমশ উত্তেজনা বাড়ছে কোরীয় উপদ্বীপ অঞ্চলে।

নভেম্বরেই দক্ষিণ কোরিয়া সফরে আসছেন মার্কিন প্রেসিডান্ট৷ এছাড়াও জাপান, চিন, ভিয়েতনাম ও ফিলিপিনসে যাওয়ার কথা রয়েছে তাঁর৷ এশিয়া সফরে পিয়ংইয়ং-এর প্রতি কি বার্তা দেন তিনি, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহল৷ উল্লেখ্য, সম্প্রতি গুয়াম নিয়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয় । এই প্রসঙ্গে চিনও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল। তারা বলেছিল, যদি কেউ উত্তর কোরিয়ার উপর আক্রমণ করে তবে চিন চুপ থাকবে না।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে